logo
logo
news image

বীরঙ্গনাদের পিতার নাম জিজ্ঞেস করে তবে বলে দিও তাদের পিতা শেখ মুজিবর রহমান

বাংলার মেয়েরা হানাদার বাহিনীর হাতে নির্যাতন শিকারের পর ঘরে ফিরে আসে আর তাদের পিতা মেয়ে কে ঘরে নিতে অস্বীকার করে,স্বামী বউ কে তালাক দিল।সমাজ তাদের বয়কট করল।অপমানে লজ্জায় গাছের ডালে ফাসি দিয়ে আত্মহত্যা করল বাংলার বীরাঙ্গনারা।
সে খবর গেল ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবের কানে।বুক চাপড়ে কেঁদে কেদে বলেছিলেন মুজিব " কেউ যদি বীরঙ্গনাদের পিতার নাম জিজ্ঞেস করে তবে বলে দিও তাদের পিতা #শেখ_মুজিবর_রহমান আর তাদের ঠিকানার স্থান লিখে দিও ধানমন্ডি ৩২ নাম্বার।
এই করুন মৃত্যুই যদি শেখ মুজিবরের ভাগ্যে ছিল তাহলে বাংলাদেশ সৃষ্টির কোন প্রয়োজন ছিল না।
হে প্রজন্ম, সেই কাল ফ্রেমের চশমা পড়া হিমালয় কে চিনে নিও।তোমাকে কোন দল করতে হবে না,তোমাকে ৭১ করতে হবে।
বঙ্গবন্ধু একটি চেতনার নাম।কয়েকটি বুলেট দিয়ে শেখ মুজিবর রহমান নামটি মুছে ফেলা যাবে না।চেতনা কখনো মরে না। 

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top