logo
logo
news image

ট্রেনে বাড়ি ফেরা ছাড়তে দেরি হওয়ায় ক্ষোভ

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে বাড়ি ফিরছে মানুষ। তবে বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে। এর মধ্যে যাত্রীদের ভিড় লক্ষণীয়। অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান নিচ্ছে।

খুলনাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেনটির পৌনে দুই ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। এ ছাড়া উত্তরবঙ্গগামী নীলসাগর বিলম্বে ছেড়েছে।

আজ শনিবার কমলাপুর রেলস্টেশনে গিয়ে এই চিত্র দেখা যায়। সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। এটি ছেড়ে যায় ৮টা ৫ মিনিটে।

আজ অতিরিক্ত চারটি স্পেশাল ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এ ছাড়া আরো ৬৬টি ট্রেন ছেড়ে যাবে সারাদিনে।

খুলনাগামী ট্রেনের বিলম্বের ছাড়ার কারণ হিসেবে প্ল্যাটফর্মে অবস্থানরত এক কর্মকর্তা বলেন, গতকাল যখন খুলনা থেকে ট্রেনটি ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে তখনই একটি বগির চারটি চাকা লাইন থেকে সরে যায়। ট্রেনটি আবার লাইনে তুলতে দেড় ঘণ্টা সময় লাগে। এজন্য ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে এসেছে। একই তথ্য আরো কয়েকজন জানিয়েছে।

তবে এ বিষয়ে কমলাপুর স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন খান এবং প্ল্যাটফর্ম মাস্টার হানিফ আলী জানেন না বলে জানান।

এদিকে, স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top