logo
logo
news image

ফখরুল ইসলাম বলেন বিএনপি কোনো দলীয় সরকার মেনে নেবে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন ছোট বা বড় কোনো দলীয় সরকারকে মেনে নেবে না বিএনপি। দেশের বর্তমান পটভূমিতে দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন  সম্ভব নয়। ইতিমধ্যে সব নির্বাচনেই তা প্রমাণ হয়েছে। আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা পরিস্থিতি সঠিকভাবে উপলদ্ধি করে দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেবে। 


মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে, তা কতটুকু অবাধ ও সুষ্ঠু হয়েছে- দেশবাসী ভালোভাবেই জানে। সংবিধান তো কোনো ধর্মগ্রন্থ নয়; যে তাকে পরিবর্তন করা যাবে না। জনগণের স্বার্থেই সংবিধানের যে কোনো পরিবর্তন সম্ভব। বিএনপি জনগণের দল হিসেবে অন্যান্য দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে আন্দোলন করবে। আমরা বিশ্বাস করি, জনগণের দাবির মুখে সরকার নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের দাবি মানতে বাধ্য হবে। 

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top