logo
logo
news image

কে হচ্ছেন বরিশাল - ২ আসনে ধানের শীষের প্রার্থী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দুইজনের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দিয়েছে বিএনপি। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও রেডক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শহিদুল হক জামাল।

মনোনয়নপত্র জমাদানের শেষদিন ২৮ নভেম্বর তারা দুইজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা হওয়ায় এখন প্রশ্ন দেখা দিয়েছে যে, কে হচ্ছেন বিএনপির মূল প্রার্থী?


 
এ নিয়ে নেতাকর্মীদের মাঝে নির্দিষ্ট কোনো তথ্য না থাকায় মাঠ পর্যায়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ আসনের উজিরপুর-বানারীপাড়া উপজেলার ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের সর্বত্র বিএনপিকর্মী ও সমর্থকদের ভেতর চলছে নানা গুঞ্জন।

তবে বিএনপি নেতারা বলছেন, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কেন্দ্রীয়ভাবে একজনকে চূড়ান্ত রেখে অন্য জনকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেয়া হবে। সেই মতে শেষ মুহূর্তে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

তারা আরও জানান, একজনের মনোনয়ন সমস্যা হলে বিকল্প হিসেবে থাকা অন্য প্রার্থী নির্বাচন করবেন। ফলে আসন্ন নির্বাচনে যেন কোনো আসন বিএনপির প্রার্থীশূন্য না হয় সেই চিন্তাভাবনা মাথায় রেখেই প্রতি আসনে একের অধিক প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়নপত্র দেয়া হয়েছে।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top