logo
logo
add image
news image

প্যাসিফিক জিন্স নারী কর্মীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে

প্যাসিফিক জিন্স গ্রুপ এখন থেকে প্রতি বছর যোগ্যতার ভিত্তিতে তাদের একজন নারী কর্মীকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ‘পাথওয়েজ স্কলার’ হিসেবে পড়াশোনার সুযোগ দেবে। গতকাল এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ড. ডেভিড ডাইলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, কোর্স চলাকালে অধ্যয়নরতর বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা অব্যাহত রাখবে প্যাসিফিক জিন্স। এছাড়া পাথওয়েজ স্কলাররা একটি আর্থিক অনুদান প্রকল্পের আওতায় থাকবেন, যেখানে রুম ভাড়া, টিউশন ফি, বই সরবরাহ, প্রাথমিক স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। প্যাসিফিক জিন্সের ‘পাথওয়েজ ফর প্রমিজ প্রোগাম’-এর আওতায় এসব সুবিধা প্রদান করা হবে। প্রকল্পটির আওতায় প্রথম পাথওয়েজ স্কলার নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের ফিনিশিং কিউসি বিভাগে কর্মরত খাদিজা আক্তার।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top