logo
logo
add image
news image

পাঁচবিবি হরিহরপুর শিক্ষা নিকেতন থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ - ৫ পেয়েছে মেধাবী শিফা

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি: দেশের ৬৪ জেলার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) তে এবার জয়পুরহাট জেলা সবার শীর্ষে। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর এলাকা দানেজপুর গ্রামের সৌদী প্রবাসী শফিকুল ইসলামের মেয়ে মোছাঃ ফাল্গুনি আক্তার শিফা হরিহরপুর ব্রাক শিশু নিকেতন (ব্রাক স্কুল) থেকে সর্বমোট ৫৩০ মার্কস পেয়ে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ গ্রেড এ উত্তীর্ণ হয়েছে। তিন ভাই ও এক বোনের মধ্যে শিফা ২য়। পিতার অবর্তমানে মাতা মোছাঃ রুজিনা খাতুনের তত্তাবধানে সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেত। সে বাংলা,ইংরেজী,গণিত,প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৯০ এর উপরে মার্কস পেয়েছে। শুধু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৭৬ মার্কস পায়। ভবিষ্যতে বিকশিত মানুষ হওয়ার স্বপ্ন দেখে শিফা। তার প্রবাসী পিতার পক্ষ থেকে শিফার জন্য দোয়া চাওয়া হয়েছে।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top