logo
logo
news image

শনিবার সৈয়দ আশরাফের মরদেহ আসছে

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে।

সৈয়দ আশরাফের পরিবার ও দলীয় সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। গতকাল নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top