logo
logo
news image

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনে মিডিয়া উইং চালুর দাবি

সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবাসীদের সেবায় নিয়োজিত রয়েছে সরকারি মিশন আবুধাবিতে দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের সেবা ও যাবতীয় তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এই মিশনগুলোতে দ্রুত 'মিডিয়া উইং' চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতারা।

বুধবার দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতারা এই দাবি জানান। এ সময় কনসাল জেনারেল সদ্য প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ প্রেস ক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কনসাল জেনারেল বলেন, প্রবাসীদের যে কোনো কল্যাণে বাংলাদেশ প্রেস ক্লাব দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, দুবাই ও শারজায় বাংলাদেশ সমিতি ও কমিউনিটিকে কাজে লাগিয়ে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নিতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয়প্রধান প্রবাস লামারং।

প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি শিবলী আল সাদিকের নেতৃত্বে এ সময় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top