logo
logo
add image
news image

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ২জন এনজিওকর্মী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী নিহত হয়েছেন। উভয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।  

আজ শনিবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পরেশ চন্দ্র রায় (৪০) ও মাহফুজুর রহমান জিয়ন (৪৮)। পরেশ সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারীগাঁও গ্রামের বাসিন্দা এবং জিয়ন ইসলামবাগ মহল্লার বাসিন্দা।

 উভয়ই ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে পরেশ ও জিয়ন মোটরসাইকেলে করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ২৯ মাইল নামক এলাকায় পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় পরেশ ও জিয়ন ছিটকে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার পরই ওই দুটি ট্রাক পালিয়ে যায়।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top