logo
logo
add image
news image

আগামীকাল ইজতেমা শুরু প্রস্তুত লাখো মুসল্লি

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হচ্ছে তাবলীগ জামায়াত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এবার ৫৪তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন।

ইজতেমা উপলক্ষে তুরাগ তীরের ময়দানে তাবুর নিচে জড়ো হয়েছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মুসল্লিদের আগমন অব্যহত রয়েছে। ফলে ইজতেমা ময়দান পরিণত হয়েছে বিশ্ব মুসলিমদের মিলনমেলায়। এতে চলছে ইসলামের জ্ঞান-গরিমা, দাওয়াত, ভালোবাসা ও প্রীতির আদান-প্রদান।

এবারের বিশ্ব ইজতেমায় এক সঙ্গে অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার মুসল্লি। শনিবার ও সোমবারে অনুষ্ঠিতব্য আলাদা দুইটি মোনাজাতে অংশ নেবেন তারা। বিবাদ থাকলেও তাবলিগ অনুসারী, এলাকাবাসী ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের দাবি এবারের বিবাদমান বিশ্ব ইজতেমা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এবার ইজতেমায় থাকছে না কোনো ধাপ বা পর্ব। তবে দুই গ্রুপের আলাদা আয়োজনে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়ে ১৮ ফেব্রেুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার (১৬ ফেব্রুয়ারি) ও সোমবার (১৮ ফেব্রুয়ারি)।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top