logo
logo
add image
news image

পেটে মেদ বাড়ে যেসব কারণে

শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে দ্রুত মেদ জমে। মেদের কারণে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র খাওয়া দাওয়াই নয়,আরও নানা কারনে পেটে মেদ জমতে পারে কারণে।

যেমন:-
১. অনেকেই কাজের ফাঁকে ব্যস্ততার কারণে ফাস্ট ফুড খেতে পছন্দ করেন। এগুলো খেতে ভাল হলেও স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। এ ধরনের খাবার খেলে পেটে মেদ জমার ঝুঁকি বাড়ে। এর পরিবর্তে ফল, বাদাম বা সালাদ জাতীয় খাবার খেলে পেটের মেদ কমাতে উপকারিতা পাবেন।

২. দই খাওয়ার অভ্যাস তৈরি করুন। কারণ এতে যে ভাল ব্যাকটেরিয়া থাকে তা হজমে সাহায্য করে। ফলে পেটে মেদ বাডা়র সুযোগ হয় না।

৩. যুক্তরাষ্ট্রের করনেল ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, নেতিবাচক আবেগ বা টেনশনে থাকলে অনেকের বেশি খাওয়ার প্রবণতা হয়, যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এতে ওজন বাড়ার আশঙ্কা বাড়ে।

৪. পানি পিপাসা হলেই অনেকে পানি না খেয়ে কোমল পানীয় পান করেন। এতে থাকা অতিরিক্ত ক্যালরি শরীরের মেদ বাড়ায়।

৫. রোগা হতে গিয়ে অনেকেই খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। চিকিৎসকদের মতে, খাবারের পরিমাণ কমালে সমস্যা নেই। কিন্তু, বেশি ক্ষণ না খেয়ে থাকলেও পেটে মেদ জমে।

৬. কাজ করার সময় অফিসে বা অন্য কোনও জায়গায় এক ভাবে অনেকক্ষণ বসে থাকলেও পেটে মেদ জমে। বিশেষজ্ঞদের মতে, প্রতি এক থেকে দেড় ঘণ্টা পর পর নিজের সিট থেকে উঠে কিছুক্ষণ হাঁটাচলা করা উচিত। সূত্র : এবেলা

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top