logo
logo
news image

প্রধানমন্ত্রী আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান দিলেন

অভিনেতা আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  চিকিৎসার জন্য এই অনুদান দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বৃহস্প্রতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন ঢাকাই ছবির অভিনেতা আহমদ শরীফ।

৭৬ বছর বয়সী অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আহমেদ শরীফের স্ত্রী মেহরুন আহমেদ নরসিংদীর একটি স্কুলে সংগীতের ক্লাস নেন। তিনিও শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন।

আহমেদ শরীফ প্রায় আট শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খল চরিত্রে অভিনয়ে সফলতা পেলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, তিন কন্যা (১৯৮৫), বন্দুক, কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩), চাওয়া থেকে পাওয়া (১৯৯৬), দেনমোহর (১৯৯৬) প্রভৃতি।

 অনুদান পাওয়ার পর আহমেদ শরীফ ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top