logo
logo
add image
news image

জাবিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : ‘হাওড়ে বাওরে ভাসে ভাটিয়ালি সুর, কিশোরগঞ্জের বন্ধুরা কে কত দুর..’- স্লোগানকে সামনে রেখে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে স্টুডেন্স’ অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলানায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪৮ তম ব্যাচের (১ম বর্ষ ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং ৪২ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রেজওয়ানুল আহাম্মদ তৌফিক এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপচার্য অধ্যাপক নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো: পারভেজ মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ইসহাক উপস্থিত ছিলেন।


মুজাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্ব ও  সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজওয়ানুল আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জের শিক্ষার্থীরা নিজেদের মডেল হিসেবে গড়ে তুলবে। তোমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি উচ্চশিক্ষার চেয়ে শিক্ষার মানের প্রতি নজর দেওয়ার কথা বলেন। বেকারত্বের জন্য একমুখী শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেন। তিনি প্রত্যাশা করেন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে।’ 

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top