logo
logo
add image
news image

ডিজিটাল মার্কেটিং কেন দরকার ?

ডিজিটাল মার্কেটিং নামটা শুনলেই মনে  হয়  ইলেক্ট্রনিক কোন কিছু আছে । এক কথাই বলা যায় ইলেক্ট্রনিক  মিডিয়া যেমনঃ সোশ্যাল মিডিয়া, ফেসবুক , গুগল, ভিডিও, টুইটার , ইমেল ইত্যাদি  ব্যবহার করে  পণ্য বা সার্ভিস প্রচার করা । এর মাধমে এক সাথে  বিভিন্ন কাজ আলাদা আলাদা ভাবে করা যায় । ডিজিটাল মার্কেটিং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনার কাস্টমারদের সকল পছন্দ অপছন্দ আপনি যেকোনো জাইগায় বসে জানতে পারবেন । এমনকি কোন নতুন  ব্যক্তিকে কাস্টমার এ রুপান্তরিত করতে পারবেন ।  ব্যবসায় এর সাথে কাস্টমারদের একটি ভালো সম্পর্ক তৈরি ইত্যাদি সম্ভব ডিজিটাল মার্কেটিং এর দ্বারা । ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলা হোল  যেমনঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টুইটার , সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং ইত্যাদি।

একবার ভেবে দেখুন আপনার যে প্রচলিত মার্কেটিং বলতে আসলে কি বুঝাচ্ছেন ? পোস্টার ,ব্যানার ,লিফলেট ,বিলবোর্ড ,মাইকিং ,দেয়াল লিখন ,অফিস ভিজিট ইত্যাদি।  এবার একটা কথা বলুন  যতগুলো পদ্ধতির কথা বললেন , এদের মধ্যে কোন একটি পদ্ধতি কি আপনি টার্গেট করে আপনার  মার্কেটিং করতে পারবেন ? না পারবেন না ।কারন  আপনি ঢাকার উত্তরাতে থাকলে তাহলে আপনার জন্য ধানমন্ডিতে পণ্য বিক্রয় করা কষ্টসাধ্য হবে । অনেক ক্রেতা তাদের বাসার কাছের দোকান থেকে পণ্য কিনতে ভালবাসে। এদেরকে যদি আপনি টিভি বা রেডিও এর কথা ভাবেন, তাহলে একটা কথা বলবো,  সেখানে  দুই পদ্ধতিতে বিজ্ঞাপন এর খরচ অনেক বেশি এবং সব ব্যবসায়ীদের পক্ষে বিজ্ঞাপন দেয়া সম্ভব নয়। তাহলে  আপনি বুঝতেই পারছেন, আপনার  প্রচলিত এই বিজ্ঞাপন এর সমস্যাগুলো কোথায় কোথায় ? কিন্তু একবার ডিজিটাল মার্কেটিং এর কথা ভাবুন এই পদ্ধতিতে আপনি অনলাইনে  আপনি একটা দোকান খুলতে পারবেন । যার ফলে  টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন ।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top